Wellcome to National Portal

নং আব্দুলপুর ইউনিয়ন তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম , পরিষদের সাথে জরুরী যোগাযোগের জন্য- মোঃ ময়েন উদ্দিন শাহ্‌ (চেয়ারম্যান)-০১৭৩৩১০৬৮৮৮,জনাব মোঃ সহিদুল ইসলাম (ইউপি সচিব)- ফোন (অফিস) :- ০১৭৩৩৩০০৩৪৮,মোবাইল নং :- ০১৭২৪৬৭৭৩৩৩ । ধন্যবাদ………

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

*****  সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন' এ স্লোগান নিয়ে দেশের ১০ কোটি মানুষকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়ে  ******র্বজনীন পেনশন স্কিমে নাম রেজিস্ট্রেশনের জন্য আজই চলে আসুন - আব্দুলপুর ডিজিটাল সেন্টার- যোগাযোগ করুন - উদ্যোক্তা - মোঃ মিজানুর রহমান (মোবাইল নং)-০১৭১৭৫৪৬০২২  ও মোঃ শরিফুল ইসলাম  (মোবাইল নং ) - ০১৭৪৪৩৮১০২৯  যা সঙ্গে আনতে হবে: * ১. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র। * ২। আবেদনকারীর একটি ব্যাংক হিসাব নম্বর। * ৩. একটি সচল মোবাইল নম্বর। * ৪. নমিনীর জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ।......।“     দেশে সরকারি কর্মচারীরা অবসরের পর পেনশন সুবিধা পেলেও বেসরকারি চাকরিজীবীসহ আর কারও সেই সুযোগ ছিল না। সেই অবস্থা পরিবর্তনে ' জন্যই সর্বজনীন পেনশন   ***********      গাছ লাগান পরিবেশ বাঁচান,........... আপনার শিশুকে স্কুলে পাঠান”........ জন্ম এবং মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করুন ।.......ধন্যবাদ                 


ভৌগোলিক অবস্থান

দিনাজপুরের জেলার চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের জলবায়ু অপেক্ষাকৃত শুষ্ক এবং চরম ভাবাপন্ন। বাংলাদেশের অন্যান্যস্থানের তুলনায় দিনাজপুরের এ অঞ্চলে শীতকাল দীর্ঘস্থায়ী হয়। অক্টোবর ও নভেম্বর মাসের শেষ দিক থেকে একটু একটু শীত শুরু হয় এবং ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত স্থায়ী হয়েথাকে। গ্রীষ্মকাল মার্চ মাসের প্রথম থেকে শুরু হয় এবং জুন মাসের প্রথম পর্যন্ত স্থায়ী হয়। মৌসুমি বায়ু জুন মাসের মধ্যে শুরু হয়ে যায়। এপ্রিল ও মে মাসে ঝড় ও শীলাবৃষ্টি হতে দেখা যায়। বছরের অন্যান্য মাসের তুলনায় জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বৃষ্টিপাত বেশি হয়। বড় কোনো নদ-নদী নেই বলে বন্যার কোনো তান্ডব বিপর্যস্ত করেনা এর জনজীবনকে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের বিধ্বংসী রূপ চোখে পড়ে না। নদীর ভাঙ্গনে গ্রাম ও লোকালয়বিলীন হওয়ার আশঙ্কা এখানে নেই । অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগমুক্ত এক অনুকূল পরিবেশ রয়েছে এই জনপদটিতে। তাই আবহাওয়ার বৈরিতায় নয়, বরং আনুকূল্যেই এখানে মানুষের জীবন খুঁজে পায় নির্ভরতার অবলম্বন। নিশ্চিন্তে বসবাসের যে নিভৃত ঠিকানাটির জন্যমানুষের রয়েছে আকুলতা তারই সন্ধান মেলে এই আব্দুলপুর ইউনিয়নে। এখানে বৃষ্টিপাত যা হয় তা মোটামুটি স্বাভাবিক। মাঝে-মধ্যে বৃষ্টিহীনতার কারণে খরার প্রকোপ দেখা দিলেও তা খুব একটা স্থায়ী হয় না। আবার অতিবর্ষণ হলে অতিরিক্ত পানি এর বেলে ও বেলে-দোআঁশ মাটি সহজেই শুষে নিতে সক্ষম হয়। এখানে গ্রীষ্মকালে যে গরম ও তাপ হয় তা সহনীয় মাত্রার। তবে শীতকালে অপেক্ষাকৃত বেশি শীত অনুভুত হয়।  এছাড়া আব্দুলপুর ইউনিয়নের আবহাওয়ায় নেই কোনো চরমভাব। অন্যান্য এলাকার তুলনায় এই ইউনিয়নের ভৌগোলিক অবস্থান মোটামুটি সুন্দর।